সীতাকুণ্ডে সাপের ছোবলে শিক্ষকার মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২৫ অপরাহ্ণ   |   ১৮ বার পঠিত
সীতাকুণ্ডে সাপের ছোবলে শিক্ষকার মৃত্যু

সীতাকুণ্ড,চট্টগ্রাম) প্রতিনিধিঃ-

 

চট্টগ্রাম সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পূর্বসৈয়দপুর গ্রামে  বিষধর সাপের ছোবলে এক শিক্ষিকার মৃত্যু ঘটেছে।

নিহত শিক্ষিকা গোপাঘোষ(৩৭) আলাকলিপুর দিলীপ ঘোষের বাড়ীর পিন্টু ঘোষের স্ত্রী।

স্হানী মেম্বার সজল কুমার শীল জানায়,গোপা ঘোষ গতকাল সন্ধ্যায় প্রাকৃতির ডাকে ঘরের বাহিরে ল্যাট্রিনে যান। সেখানে যাওয়ার পর  হঠাৎ তার চিৎকার শুনে বাড়ীর লোকজন গিয়ে একটি সাপ দেখতে পান,এরপর  তাকে দ্রুত  উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্সে পরে চমেক হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গোপাঘোষ স্হানীয় একটি মন্দির ভিক্তিক স্কুলের শিক্ষিকার দায়িত্ব পালন করতেন। তার মৃত্যুতে স্হানীয়রা শোকাহত। 

উল্লেখ্য, ইদানিং সাপের তৎপরতা খুব বেশী দেখা যাচ্ছে,গতসপ্তাহেও একজন কিশোর সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে। উপজেলায় সাপের কামড়ের ইনজেকশন না থাকায় চমেকে যাওয়া দীর্ঘ সময়ে সাপের ছোবলের রোগীর সারা শরীর বিষে ছড়িয়ে পড়ে ফলে প্রায় সাপে আক্রান্ত রোগী মারা যান।