রিজওয়ান-সালমানের সেঞ্চুরিতে পাকিস্তান ফাইনালে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০৬ অপরাহ্ণ   |   ৮০ বার পঠিত
রিজওয়ান-সালমানের সেঞ্চুরিতে পাকিস্তান ফাইনালে

স্পোর্টস ডেস্ক:-

 

পাকিস্তানকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছাতে ৩৫৩ রানের বিশাল পাহাড় টপকাতে হয়েছিল। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘার দুর্দান্ত সেঞ্চুরিতে ১ ওভার ও ৬ উইকেট হাতে রেখে পাকিস্তান সেই লক্ষ্য অতিক্রম করে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করেছে।
 

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান করে। ওপেনার ও অধিনায়ক টেম্বা বাভুমা ৯৬ বলে ৮২ রান করেন। তিনে নেমে ম্যাথিউ ব্রিটজ ৮৩ বলে ৮৪ রান যোগ করেন। এছাড়া হেনরিক ক্লাসেন ৫৬ বলে ৮৭ রান করেন, যেখানে তার ব্যাট থেকে ১১টি চার ও ৩টি ছক্কা আসে।
 

পাকিস্তানকে লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ছিল কঠিন। ৯১ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। ঝড়ো শুরুর পর ফখর জামান ২৮ বলে ৪১ রান করেন, যার মধ্যে ছিল ছয়টি চার ও একটি ছক্কা। অন্য ওপেনার বাবর আজম ১৯ বলে ২৩ রান করেন। সূদ শাকিল ১৫ রান করে আউট হন।
 

তবে এরপর রিজওয়ান ও সালমানের মহাকাব্যিক জুটিতে ২৬০ রানের রেকর্ড পার্টনারশিপ হয়। অধিনায়ক রিজওয়ান ১২৮ বলে ১২২ রান করে অপরাজিত থাকেন, তার ইনিংসে ছিল নয়টি চার ও তিনটি ছক্কা। সালমান আঘা ১০৩ বলে ১৩৪ রান করে দলের জয় নিশ্চিত করেন, তার ইনিংসে ছিল ১৬টি চার ও দুটি ছক্কা। এটি ওয়ানডেতে চতুর্থ উইকেটে পাকিস্তানের সবচেয়ে বড় জুটি এবং যেকোনো উইকেটে তৃতীয় সেরা জুটি। এছাড়া, পাকিস্তান ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ডও গড়েছে।