প্রাথমিক স্কুলে নতুন শপথবাক্য:

প্রকাশকালঃ ২০ আগu ২০২৪ ০৬:২৫ অপরাহ্ণ ২৯৮ বার পঠিত
প্রাথমিক স্কুলে নতুন শপথবাক্য:

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশের সব প্রাথমিক স্কুলে এবার থেকে নতুন শপথবাক্য পাঠ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে স্কুলগুলোতে প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীতের পর এই শপথ পাঠ করতে হবে।

নতুন শপথবাক্য:

আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

পুরানো শপথবাক্য:

আগে স্কুলগুলোতে শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করে একটি শপথ পাঠ করা হতো। নতুন শপথবাক্যে এই উল্লেখ বাদ দেওয়া হয়েছে।