ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকদের অবরোধে তীব্র যানজট
                    নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
 
সোমবার (৩ নভেম্বর) সকালে লারিজ ফ্যাশনস গার্মেন্টসের সামনে এই অবরোধের ঘটনা ঘটে। শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
 
নিহত শ্রমিকের নাম রিনা (৩০)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুলাল মিয়ার মেয়ে।
 
সহকর্মী শ্রমিকদের ভাষ্য, রোববার রাতে কারখানায় কাজের সময় রিনা অসুস্থ হয়ে পড়েন। তিনি ছুটি চাইলে কর্তৃপক্ষ তা না মঞ্জুর করে কাজ চালিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় ঈশা খাঁ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ সময়মতো ছুটি না দেওয়ায় সহকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা সকালে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং পরে মহাসড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন।
 
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।
 
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, শ্রমিকদের শান্ত করতে এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ মাঠে কাজ করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫