কুষ্টিয়ায় বাড়ছে অপরাধ, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৭ অপরাহ্ণ   |   ৭৯ বার পঠিত
কুষ্টিয়ায় বাড়ছে অপরাধ, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ

ঢাকা প্রেস নিউজ
 

কুষ্টিয়ায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এখানে শতাধিক অপরাধমূলক ঘটনা ঘটেছে। বর্তমান সরকারের আমলে দুই পুলিশ সদস্যসহ অন্তত দেড় ডজন খুনের ঘটনা ঘটেছে, যার ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন মুখ ঢাকা ব্যক্তি বাড়ির পার্কিং থেকে মোটরসাইকেল চুরি করছে, যা ঘটেছিল নভেম্বরের শেষের দিকে।
 

কুষ্টিয়ায় একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে চলেছে। ৪ ডিসেম্বর মধ্যরাতে মহাসড়কে মিনিট্রাক থামিয়ে অস্ত্রের মুখে লুট হয়ে যায় রিপন আলী নামে এক ব্যবসায়ীর ৫টি গরু। তার আগের রাতে বাইপাস এলাকার একটি মার্কেটের ৯টি দোকানে ডাকাতি হয়। ২ নভেম্বর রাতে দৌলতপুরে ফিড ব্যবসায়ী নুরুল ইসলামের নিজ বাড়ির সামনে থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ৫ লাখ টাকা ও স্ত্রীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
 

কিছুদিন আগে, ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে শিতলাইপাড়া এলাকায় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা এক নারীর টাকা ছিনিয়ে নেয়। ১৪ জানুয়ারি হরিণগাছী এলাকায় নগদের মার্কেটিং অফিসার মিঠুন ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১ লাখ ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া, চাঁদাবাজি চলছেই, মুখ খুললেই প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। এর ফলে আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে কুষ্টিয়াবাসী।
 

বাসা বা মসজিদের সামনে মোটরসাইকেল রেখে দিলে, তা এক মুহূর্তে উধাও হয়ে যায়। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, থানায় অভিযোগ দিয়েও এর কোনো সমাধান পাওয়া যায় না।
 

তবে প্রশাসন দাবি করছে, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
 

সবাই আশা করছে, নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে এবং জনজীবনে স্বস্তি ফিরে আসবে।