|
প্রিন্টের সময়কালঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৩৭ অপরাহ্ণ

মুরাদনগরে ইটভাটা গুরিয় দিয়েছে ভ্রাম্যমান আদালত।


মুরাদনগরে ইটভাটা গুরিয় দিয়েছে ভ্রাম্যমান আদালত।


আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লা মুরাদনগর উপজেলার মেসার্স এ,বি সি ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 


 

বৃহস্পতিবার দুপুরে  উপজেলার নবীপুড় পূর্ব ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাঁখরনগর গ্রামে অবৈধ এ ইটভাটায় 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সক্রিটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব খাঁন।


 


 

ইটভাটার লাইসেন্সসহ সংশ্লিষ্ট বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ইটভাটার চিমনি স্থাপনা ভেঙে দেওয়া হয়।

 


 

এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ সাকিব খাঁন বলেন, লাইসেন্সসহ, পরিবেশসহ  অন্যান্য কোন অনুমোদন কাগজ পত্র না থাকায় ইটভাটাটি চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ এ বি সি  ব্রিকস এর স্বত্বাধিকারকে একটি মামলা ও  ১ লক্ষ্য টাকা অর্থদণ্ড করা হয়েছে উপজেলার অবৈধ ইটভাটা স্থাপনার বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫