সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে আইনি নোটিশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ আগu ২০২৪ ০২:৪৩ অপরাহ্ণ   |   ৫২০ বার পঠিত
সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে আইনি নোটিশ

হত্যা মামলার আসামী সাকিব আল হাসানকে জাতীয় ক্রিকেট দল থেকে অপসারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর এসেছে এই নোটিশ।

শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান। মূলত সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে এই নোটিশ দেয়া হয়েছে এই। একইসাথে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে তাতে।

এই আইনজীবী বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু অপরাধ মামলা রেকর্ড হয়েছে; তাই আইসিসির আইন অনুযায়ী তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় করা মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে একই থানায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটিতে ২৮ নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে।