নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ; বিএনপির বিরুদ্ধে অভিযোগ এনসিপির

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০৬:২০ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ; বিএনপির বিরুদ্ধে অভিযোগ এনসিপির

রাজধানীর শান্তিনগরে ঢাকা-৮ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এ হামলার শিকার হন তিনি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
 

ঘটনার পর দুপুরে ফকিরাপুল মোড়ে পারাবাত হোটেলের নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপির নেতা মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে এ হামলা হয়েছে। তিনি বলেন, “প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরাতে সন্ত্রাসী কৌশল গ্রহণ করলে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কী?” তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এ ধরনের সহিংসতা জনগণ মেনে নেবে না।
 

নাহিদ ইসলাম বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারীকে বেয়াদব বলা হচ্ছে, কিন্তু আগামী ১২ ফেব্রুয়ারি জনগণই ব্যালটের মাধ্যমে নির্ধারণ করবে—কে বেয়াদব আর কে গ্যাংস্টার।” তিনি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকার সমালোচনা করে বলেন, দায়িত্বশীলদের নিষ্ক্রিয়তায় পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।
 

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দুপুর ১২টার দিকে কলেজে তার আমন্ত্রণ ছিল। কলেজ প্রাঙ্গণে প্রবেশের পর একদল ব্যক্তি নিজেদের ছাত্রদল নেতা পরিচয় দিয়ে তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তিনি অভিযোগ করেন, “আমাদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ, কিল-ঘুষি ও লাঠিচার্জ করা হয় এবং ডিম নিক্ষেপ করা হয়।”
 

তিনি আরও বলেন, ঢাকা-৮ আসন শহীদ ওসমান হাদীর পবিত্র আসন উল্লেখ করে বলেন, “এ আসনে দুর্নীতি ও চাঁদাবাজির কোনো জায়গা নেই। আমি মসজিদভিত্তিক ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক শান্তিপূর্ণ প্রচারণা চালাচ্ছি।”
 

হামলার জন্য মির্জা আব্বাসের অনুসারীদের দায়ী করে পাটওয়ারী বলেন, এ ঘটনার বিচার তিনি জনগণের ওপর ছেড়ে দিলেন। একই সঙ্গে বিএনপি থেকে মির্জা আব্বাসকে বহিষ্কারের দাবি জানিয়ে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে।
 

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন পাটওয়ারী। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের দুঃসাহসিক হামলা ঘটছে এবং সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব কমিশনকে যথাযথভাবে পালন করতে হবে।
 

সংবাদ সম্মেলনে তিনি হামলায় জড়িতদের নাম উল্লেখ করে দাবি করেন, কলেজে হামলার নেতৃত্ব দিয়েছেন ছাত্রদলের সাবেক ও বর্তমান কয়েকজন নেতা, যাদের কারও ছাত্রত্ব নেই। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য জড়িত।
 

এ ঘটনায় ঢাকা-৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পল্টন থানা জামায়াতে ইসলামীর আমীর শাহিন আহমেদ খানসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে এনসিপি সূত্র জানিয়েছে।