আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
সরকার পরিবর্তনের সাত মাস পেরিয়ে গেলেও এখনো টিসিবির চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান দেখা যাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেক টিসিবি কার্ডধারী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
গত বুধবার (১৯ মার্চ) সকাল ১০টার পর কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে টিসিবির প্যাকেজ বিক্রি হচ্ছিল। প্যাকেজের মধ্যে ছিল ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাল। বিতরণের সময় চালের বস্তায় উল্লিখিত স্লোগান দেখে উপস্থিতদের মধ্যে বিস্ময় ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, ক্ষমতাচ্যুত সরকারের মনোগ্রাম ও স্লোগান এখনো সরকারি চালের বস্তায় থাকায় এটি সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করছে। সরকারি খাদ্য অধিদপ্তরের চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা থাকার পাশাপাশি সেখানে ‘খাদ্য অধিদপ্তর, নেট ওজন ৩০ কেজি, মে-২০২৩, আফিল জুট উইভিং মিলস লিমিটেড’ কথাগুলোও প্রিন্ট করা রয়েছে।
এ বিষয়ে টিসিবি ডিলার মোছাঃ মনিরা সুলতানার স্বামী মোঃ পুবেল সরকারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতা করেন এবং পাল্টা বলেন, ‘আপনি কিছুই জানেন না, কে বলেছে এই চালের বস্তা ব্যবহার করা নিষেধ?’
এলাকার বাসিন্দা মোঃ বদরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এভাবে চলতে থাকলে মনে হবে, দেশ এখনো স্বাধীন হয়নি।’ মর্জিনা বেগম নামের আরেকজন কার্ডধারীও একই অভিযোগ করেন।
এ প্রসঙ্গে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, ‘সকল ডিলারদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এসব স্লোগানসংবলিত বস্তা ব্যবহার না করা হয়। এরপরও কেউ ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
টিসিবি কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিষেধাজ্ঞা অমান্যকারী ডিলারের লাইসেন্স বাতিল করা হতে পারে।