জাতীয় যুবশক্তির উদ্যোগে মিরপুর মডেল, শাহ আলী ও কাফরুল—এই তিনটি থানার যৌথ প্রস্তুতি সাধারণ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তরের সমন্বয়কারী কমিটির অন্যতম সদস্য সর্দার আমিরুল ইসলাম সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট জাহেদ বিন নাসের।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল্লাহ আসাদ, কেন্দ্রীয় সংগঠক মোশারফ আদনান, বাবু সরদার ও শাহিন সুলতানা ইতি।
তিন থানার স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী এবং বিভিন্ন স্তরের স্টেকহোল্ডারদের প্রাণবন্ত অংশগ্রহণে কর্মীসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।