ঢাকা প্রেস নিউজ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বঙ্গভবনের আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, দেশি-বিদেশি কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা বঙ্গভবনে উপস্থিত থাকবেন। আগত অতিথিদের যান চলাচল নির্বিঘ্ন করতে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কিছু নির্দিষ্ট এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
১। সার্জেন্ট আহাদ পুলিশ বক্স (গুলিস্তান) থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত (টয়েনবী সার্কুলার রোড): সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
২। অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত (ডিআইটি রোড): সকল প্রকার গাড়ির প্রবেশ নিষিদ্ধ থাকবে।
৩। পার্ক রোডের উত্তর প্রান্ত থেকে ইত্তেফাক মোড় (টয়েনবী সার্কুলার রোড): কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারবে না।
৪। শাপলা চত্ত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাস: এসব বাস দৈনিক বাংলা, ইউবিএল, প্রেসক্লাব হয়ে চলাচল করবে অথবা বিকল্প রাস্তা ব্যবহার করবে।
৫। দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করতে পারবে না।
এই নির্দেশনাগুলো বঙ্গভবনে আগত আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লিখিত এলাকাগুলো পরিহার করে বিকল্প পথ ব্যবহারের জন্য গাড়ি চালকদের অনুরোধ করা হয়েছে। এই সাময়িক যানবাহন নিয়ন্ত্রণের কারণে সৃষ্ট অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দুঃখ প্রকাশ করেছে এবং সবার সহযোগিতা কামনা করেছে।