হোসেন বাবলা (চট্টগ্রাম):-
"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্যকে ধারণ করে দেশব্যাপীআয়োজিত“ভূমিমেলা২০২৫”এর অংশ হিসেবে চট্টগ্রাম জেলায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভূমি মেলা সফলভাবে ২৭ মে বিকেলে সম্পন্ন হয়েছে।
চট্টগ্রামে গত২৫ মে বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে মেলার সূচনা হয়।
এতে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ নাগরিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মেলা চলাকালীন সময়ে ১২টি স্টলের মাধ্যমে মহানগরের ০৬টি সার্কেল অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ের এল.এ শাখা ও রেকর্ড রুম, জরিপ ও রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভাগ এবং দেশের বিভিন্ন এলাকার ভূমিসেবা প্রদানকারী ইউনিটসমূহ সেবা প্রদান করেন।
মেলার উল্লেখযোগ্য সাফল্যসমূহ:
• ভূমি উন্নয়ন কর আদায়: মোট ২৪,৬৫,৬২৭ টাকা
• খতিয়ান প্রদান: রেকর্ড রুম থেকে ৫৪২টি খতিয়ান সরবরাহ; ফি বাবদ ৫৪,২০০ টাকা রাজস্ব আদায়
• ক্ষতিপূরণ: ভূমি অধিগ্রহণ বাবদ ১০ জনকে ক্ষতিপূরণ চেক হস্তান্তর; ১২টি নতুন আবেদন গ্রহণ
• নামজারি: ৬টি সার্কেল অফিস থেকে ১২০টি নামজারি আবেদন এবং প্রায় ৭২০টি হোল্ডিং নম্বর প্রদান, অন্যান্য সেবা:শতাধিক নামজারি খতিয়ান প্রদান, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ সরবরাহ,,ভুমি সংক্রান্ত পরামর্শ ও তথ্য সেবা গ্রহীতারা মেলারপরিবেশ, সেবার গুণগত মান ও তাৎক্ষণিক সাড়া পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার প্রদান ২৭ মে আয়োজিত সমাপনী দিনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মেলার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), মোহাম্মদ নূরুল্লাহ নূরী এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম।
পুরস্কারপ্রাপ্ত দপ্তরসমূহ অতিথিদের নিকট থেকে ক্রেস্ট গ্রহণ করেন।
পুরস্কারপ্রাপ্ত দপ্তরসমূহ:
নাগরিক সেবা ক্যাটাগরি:১ম স্থান:বিভাগীয় কমিশনারের কার্যালয়,২য় স্থান (যৌথভাবে):রেকর্ড রুম শাখা,জেলা প্রশাসকের কার্যালয় ও বাকলিয়া সার্কেল ভূমি অফিস,৩য় স্থান: আগ্রাবাদ সার্কেল ভূমি অফিস ইনোভেশন ক্যাটাগরি।
ভূমি মেলা-২০২৫ এর মাধ্যমে জনবান্ধব, স্বচ্ছ ও টেকসই ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের আরও একধাপ এগিয়ে গেল দেশ।