প্রকাশকালঃ
০৫ সেপ্টেম্বর ২০২৩ ০৪:২৫ অপরাহ্ণ ২২৭ বার পঠিত
পাকিস্তানের পর ‘এ’ গ্রুপ থেকে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে ফেলল ভারত। আজ সোমবারের ম্যাচে নেপালকে তারা ডাকওয়ার্থ লুই পদ্ধতিতে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে। দফায় দফায় বৃষ্টিতে ম্যাচটি কর্তিত ওভারে শেষ হয়।
অবশ্য ম্যাচটি পরিত্যক্ত হলেও ভারত দ্বিতীয় রাউন্ডে চলে যেত। কারণ পাকিস্তানের সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট তাদের ছিল। আজ আরও ১ পয়েন্ট পেলে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকত। আর ১ পয়েন্ট নিয়ে নেপাল বিদায় নিত।
রান তাড়ায় নেমে বারবার বৃষ্টির বাধার মুখে পড়ে ভারত। একপর্যায়ে ২৩ ওভারে তাদের টার্গেট হয় ১৪৫ রানের। সেই লক্ষে ভালোভাবেই এগোতে থাকেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমান গিল। দুজনেই তুলে নেন ফিফটি।
রোহিত ৩৯ বলে আর শুভমান ফিফটি পূরণ করেন ৪৭ বলে। ১৭ বল হাতে রেখেই বৃষ্টি আইনে ১০ উইকেটে জিতে সুপার ফোর নিশ্চিত করে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ৫৯ বলে ৬ চার ৫ ছক্কায় ৭৪* রানে অপরাজিত থাকেন।
অন্যদিকে শুভমান গিল অপরাজিত থাকেন ৬২ বলে ৮ চার ১ ছক্কায় ৬৭* রানে। এর আগে পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয় নেপাল।
৬৫ রানের উদ্বোধনী জুটি গড়েন আসিফ শেখ এবং কুশল ভুরতেল। দুইবার জীবন পাওয়া কুশল ৩৮ রানে আউট হন। অন্যদিকে ২২ বছর বয়সী আসিফ ৮৮ বলে তুলে নেন ক্যারিয়ারের দশম ফিফটি।
মোহাম্মদ সিরাজের বলে বিরাট কোহলির তালুবন্দি হওয়ার আগে ৯৭ বলে ৮ চারে করেন ৫৮ রান। পরের তিন ব্যাটার দুই অংকে যেতে না পারায় নেপালের ইনিংস দ্রুত শেষ হওয়ার আশংকা ছিল।
কিন্তু ৭ম উইকেটে ৫৬ বলে ৫০ রানের দারুণ এক জুটি গড়েন সোমপাল কামি এবং দিপেন্দ্র সিং আইরি। এদের মাঝে সোমপাল ৫৬ বলে ১ চার ২ ছক্কায় ৪৮, এবং দিপেন্দ্রে ২৫ বলে ৩ চারে ২৯ রান করেন। এছাড়া ছয়ে নামা গুলশান ঝা করেন ২৩ রান। ৪৮.২ ওভারে অলআউট হয় নেপাল। ৬১ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ৪০ রানে তিনটি নিয়েছেন রবীন্দ্র জাদেজা।