শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা পাস স্থগিত: নতুন পাস সংগ্রহের নির্দেশনা

প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৪ ০৬:২৮ অপরাহ্ণ ৫৪৩ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা পাস স্থগিত: নতুন পাস সংগ্রহের নির্দেশনা

ঢাকা প্রেস নিউজ
 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের জন্য সমস্ত নিরাপত্তা পাস স্থগিত করা হয়েছে। এর ফলে, চলতি মাসের ৩০ নভেম্বরের পর থেকে পূর্বে ইস্যু করা কোনো পাসই কার্যকর থাকবে না।
 

সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি জরুরি সার্কুলার জারি করেছে, যাতে পাস স্থগিতের বিষয়টি ঘোষণা করা হয়। সার্কুলারে সই করেছেন বেবিচকের সদস্য (সিকিউরিটি) এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খান।
 

সার্কুলারে বলা হয়েছে, বেবিচকের এয়ারপোর্ট পাস নীতিমালা-২০২০ অনুযায়ী, ৩০ নভেম্বর থেকে আগের ইস্যু করা সব পাস স্থগিত করা হচ্ছে। শাহজালাল বিমানবন্দরে প্রবেশের জন্য নতুন পাস সংগ্রহ করতে হবে, যা সিভিল এভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক) ইস্যু করবে এবং এতে এভসেক আইডি নম্বর থাকতে হবে।
 

আগামী ৩০ নভেম্বর থেকে কোনো ব্যক্তি নির্ধারিত এভসেক আইডি সম্বলিত পাস ছাড়া বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন না। সংশ্লিষ্ট সবাইকে নতুন পাস সংগ্রহের জন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপক্যাপ্টেন মো. কামরুল ইসলাম জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থার উন্নতি এবং সুষ্ঠু প্রবেশ নিয়ন্ত্রণের জন্য এই পরিবর্তন আনা হয়েছে।