শীত কি আরও বাড়বে ঢাকায়?

প্রকাশকালঃ ০৯ জানুয়ারি ২০২৪ ০১:২০ অপরাহ্ণ ২২৩ বার পঠিত
শীত কি আরও বাড়বে ঢাকায়?

বাংলাদেশে শীতকাল সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্থায়ী হয়। তবে এবারের শীতকালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এবারের শীতকালে বঙ্গোপসাগরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এর ফলে দেশে শীতকালে তাপমাত্রা কমে যেতে পারে।

গত ডিসেম্বর মাসে দেশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম পড়েছিল। তবে জানুয়ারির শুরু থেকেই শীত পড়তে শুরু করেছে। ইতিমধ্যে উত্তরের তিন থেকে চারটি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এবারের শীতকালে দেশে কোনো তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই। তবে ১২ জানুয়ারি শীতের মাত্রা বাড়তে পারে। এর পর থেকে ধীরে ধীরে শীত কমতে শুরু করতে পারে।