দেওয়ানগঞ্জে পুকুর থেকে মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ আগu ২০২৪ ০৪:৪৩ অপরাহ্ণ   |   ৪২৪ বার পঠিত
দেওয়ানগঞ্জে পুকুর থেকে মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
জামালপুর প্রতিনিধি:-


জামালপুরের দেওয়ানগঞ্জে শনিবার (৩১ আগস্ট) একটি পুকুর থেকে সেলিম মিয়া (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়, মৃত সেলিম মিয়া নয়াপাড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন তিনি, সকালে বাড়িতে তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন, পরে বাড়ির পাশেই পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।