সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৩২ অপরাহ্ণ   |   ২১ বার পঠিত
সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশবাসী ও জনগণকে সঙ্গে নিয়েই আয়োজন করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। তিনি বলেছেন, “আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে, কোনো ধরনের প্রভাব ছাড়াই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সর্বশক্তি দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করবো।”
 

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
 

বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, “তিনি নির্বাচনের সার্বিক অবস্থা বুঝতে এসেছিলেন। আগামী বছরের রমজানের আগেই নির্বাচন করার চেষ্টা করবো। ইসিতে যোগদানের পর থেকেই প্রস্তুতি শুরু করেছি। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর সে প্রস্তুতি আরও জোরদার হয়। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইসি প্রস্তুত নয়—এমন অভিযোগ আমরা নিতে চাই না। সরকার যখন চাইবে, আমরা নির্বাচন আয়োজন করতে প্রস্তুত।”
 

তিনি আরও বলেন, “মার্কিন দূত জানতে চেয়েছিলেন, মব বা জনতার প্রভাব নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা। আমি পরিষ্কার করে জানিয়েছি, নির্বাচনের সময় মব জাস্টিস বা এ ধরনের পরিস্থিতি থাকবে না।”
 

নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে নাসির উদ্দীন বলেন, “তারা পুরোপুরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। গোয়েন্দা সংস্থাসহ যারা আমাদের সঙ্গে কাজ করছে, সবাই জানিয়েছেন—আমাদের নির্দেশনা অনুযায়ী তারা সহযোগিতা করবেন।”
 

কালো টাকার প্রভাব প্রসঙ্গে সিইসি স্বীকার করেন, “এটি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এর দৌরাত্ম্য কমাতে, ইনশাআল্লাহ।”
 

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ শুনানিতে বিএনপি ও এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনায় তিনি জানান, নির্বাচন কমিশন ইতিমধ্যেই আইনগত ব্যবস্থা নিয়েছে। পুলিশকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। তদন্তে যিনি দোষী প্রমাণিত হবেন, তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।