যেনতেন নির্বাচনের জন্য জীবন দেয়নি মানুষ: রফিকুল ইসলাম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৫ ০৭:১৯ অপরাহ্ণ   |   ১০৬ বার পঠিত
যেনতেন নির্বাচনের জন্য জীবন দেয়নি মানুষ: রফিকুল ইসলাম

ঢাকা প্রেস,সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, "যেনতেন নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি। হাজার হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেনি। দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।"
 

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি অনার্স কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই জনসভাটি রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থানা জামায়াতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।
 

রফিকুল ইসলাম আরও বলেন, "৫ আগস্টের পর জনগণের প্রথম দাবি হলো গণহত্যাকারীদের বিচার। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রায় ২ হাজার মানুষ হত্যার শিকার হয়েছে। এসব হত্যার বিচার করতে হবে এবং হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত করতে হবে।"
 

রায়গঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি আলী মুর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ড. আবদুস সামাদ, জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।