বিশেষ প্রতিবেদক:-
এম.আর.এম ফোর্স সার্ভিসেস লিমিটেড কোম্পানী পরিদর্শনে MRM Forces Security Service LTD কোম্পানীর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিকিউরিটি সার্ভিস প্রদর্শনী ও জমকালো আয়োজন করেন কোম্পানির প্রতিষ্ঠা পরিচালক এম রায়হান খাঁন।
নারায়ণগঞ্জের চাষাড়াহস্থ নিজ কার্যালয়ে জনগণের নিরাপত্তায় ও দায়িত্ব কর্তব্য বিষয়ে বিভিন্ন আলোচনা সভা ও বিশেষ ফোর্সদের দক্ষতায় পুরস্কার প্রদান করা হয় এবং প্রতিষ্ঠা পরিচালক এম রায়হান খান কে সম্নান প্রদর্শন করেন কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দগণ।
এ সময়, এম.আর.এম ফোর্স সার্ভিসেস লিমিটেড এর পরিচালক মোঃ রায়হান খাঁন বলেন, আমরা জনগনের নিরাপত্তার স্বার্থে কাজ করে আসছি। আমরা আমাদের বাংলাদেশে সিকিউরিটি কোম্পানি থেকে সর্বোচ্চ সেবা প্রদানে সিকিউরিটি ফোর্স, সিকিউরিটি সার্ভিস, সিকিউরিটি এজেন্সি, সিকিউরিটি গার্ড, সাইবার সিকিউরিটি সিস্টেম, সিকিউরিটি, সহ সেরুপে আমরাও অবসর প্রাপ্ত প্রশাসিক লোকদের নিয়ে সিকিউরিটি এজেন্সি ও সিকিউরিটি গার্ড সহ অনান্যা বাহিনীর পাশাপাশি দেশের ও জনগণের নিরাপত্তায় কাজ করে আসছি।
দেশের যে কোনো পরিস্থিতে আইন শৃংখলা বাহিনীর সাথে আমরা দেশের স্বার্থে আমাদের এম.আর.এম ফোর্স সার্ভিসেস লিমিটেড কোম্পানী প্রস্তুত আছি এবং দেশপ্রেমে দেশের স্বার্থে জনগনের পাশে কাজ করে নিরাপত্তা প্রদান করে করি।
এ সময়, ভিডিও কনফারেন্স মতবিনিময় করেন সারা বাংলাদেশের এরিয়া ইনচার্জ ও সিলেট বিভাগীয় ইনচার্জ কিবরিয়া আহমেদ। আরো উপস্থিত ছিলেন, এম,আর,এম ফোর্স সার্ভিসেস লিমিটেড পরিচালকবর্গ, প্রশাসনিক কর্মকর্তা সহ নিরাপত্তাকর্মীগণ ও উপস্থিত ছিলেন।