সংখ্যালঘু ইস্যুতে বিদেশি কূটনীতিকদের ভুল ধারণা স্পষ্ট করল সরকার

প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৪ ০৫:১৫ অপরাহ্ণ ০ বার পঠিত
সংখ্যালঘু ইস্যুতে বিদেশি কূটনীতিকদের ভুল ধারণা স্পষ্ট করল সরকার

ঢাকা প্রেস নিউজ
 

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষত হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে যে ভুল ধারণা সৃষ্টি হয়েছে, তা আন্তর্জাতিক মহলে স্পষ্ট করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে প্রকৃত অবস্থা তুলে ধরেছেন।
 

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে অপপ্রচারের বিরুদ্ধে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফিং করেন।
 

পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশি হিন্দুদের সম্পর্কে কিছু ভারতীয় গণমাধ্যমের একাংশ ভুল ধারণা সৃষ্টি করেছে, যা কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়েছে।
 

তিনি আরও বলেন, "৫ আগস্টের আগে ও পরবর্তী সময়ে সরকারের মধ্যে কিছু পার্থক্য দেখা গেছে, যার কারণে সম্পর্ক স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। তবে, উভয় দেশের স্বার্থকে সম্মান দিয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়।"
 

এ সময় তৌহিদ হোসেন কিছু সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা উস্কানিমূলক মন্তব্য করে বলেন, "বাংলাদেশের বিরুদ্ধে একটি বৈশ্বিক প্রচারণা চলছে।"
 

উপদেষ্টা জানান, দেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, "এখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সরকার দ্রুত অপরাধীদের শাস্তির আওতায় এনেছে।"