কর্মসংস্থান ব্যাংককে গ্রাহকদের সুখে-দুঃখে পাশে থাকার আহ্বান: অর্থ উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০২:২৫ অপরাহ্ণ   |   ৫৮৯ বার পঠিত
কর্মসংস্থান ব্যাংককে গ্রাহকদের সুখে-দুঃখে পাশে থাকার আহ্বান: অর্থ উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ


অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কর্মসংস্থান ব্যাংককে গ্রাহকদের সুখে-দুঃখে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শুধুমাত্র কিস্তির টাকা আদায় নয়, গ্রাহকদের জীবনের সব পর্যায়ে সহযোগিতা করা উচিত।

 

রোববার (১৯ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
 

সম্মেলনে জানানো হয়, ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বর্তমানে মাত্র ৩.৬৮ শতাংশ। তবে, কর্মসংস্থান বৃদ্ধি ও ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণের জন্য ব্যাংকটি সরকারের কাছ থেকে ৩ হাজার কোটি টাকা সহায়তা চেয়েছে। অন্যথায়, জেনারেল ব্যাংকিং পরিচালনার অনুমতি দেওয়ার দাবি জানান ব্যাংকের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান।
 

এ সময় ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, যদি সামাজিক দায়বদ্ধতার কিছু সম্পদ ব্যাংককে দেওয়া হয়, তবে ব্যাংকের সম্পদ বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, জেনারেল ব্যাংকিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে, তবে সরকার এ বিষয়ে কাজ করবে। পাশাপাশি, আমানত বৃদ্ধি এবং পণ্যের বহুমুখীকরণ প্রয়োজন।
 

অনুষ্ঠানে অতিথিরা নারীর ক্ষমতায়নে সঞ্চিতা প্রকল্পের উদ্বোধন করেন।