বিমান বিধ্বস্তের স্থান পরিদর্শনে রিজভীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ জুলাই ২০২৫ ০৭:৫৮ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
বিমান বিধ্বস্তের স্থান পরিদর্শনে রিজভীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠের পাশে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও দগ্ধদের সংখ্যা বেড়েই চলেছে। এই হৃদয়বিদারক ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান বিএনপির একটি প্রতিনিধি দল।
 

সোমবার (২১ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলটি দুর্ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তারা হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং উদ্ধার কার্যক্রমের খোঁজখবর নেন।

 


 

বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিদর্শনের একাধিক ছবি শেয়ার করা হয়।
 

প্রতিনিধি দলে রিজভী আহমেদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ আরও অনেকে।
 

উল্লেখ্য, আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠসংলগ্ন একটি ভবনে বিধ্বস্ত হয়। বিকট শব্দ ও আগুনের ভয়াবহতায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছিল এবং তখন বিদ্যালয় ভবনের ভেতরে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন।
 

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পাশাপাশি দুই প্লাটুন বিজিবি সদস্য অংশ নেয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।