লক্ষ্মীপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তদন্ত কমিটি গঠিত

প্রকাশকালঃ ১৪ অক্টোবর ২০২৪ ০৩:৪৪ অপরাহ্ণ ৪৯৩ বার পঠিত
লক্ষ্মীপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তদন্ত কমিটি গঠিত

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুরে গ্রীন লাইফ ফিলিং স্টেশনে গত রোববার রাতে ঘটে যাওয়া ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত এবং ২০ জনের অধিক আহত হয়েছেন।
 

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্তকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার, ফায়ার সার্ভিস কর্মকর্তা, বাখরাবাদ গ্যাস বিভাগের কর্মকর্তা এবং বিআরটিএ কর্মকর্তা সদস্য হিসেবে রয়েছেন।
 

তিনি আরও জানান, কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
 

উল্লেখ্য, বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে এবং তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।