নাশকতার পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ জুলাই ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ণ   |   ২৭১ বার পঠিত
নাশকতার পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলা পুলিশের নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এরশাদুল হক (৪১) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) ডিবি পুলিশ ও উলিপুর থানার যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এরশাদুল হক উলিপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক এবং আওয়ামী লীগ সমর্থিত নেতা হিসেবে পরিচিত। তাকে অস্থিতিশীলতা সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং সাধারণ নাগরিকদের ওপর অত্যাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলুর রহমান এ বিষয়ে নিশ্চিত করে বলেন, “নাশকতা ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এরশাদুল হককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।”