পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ফেরত চাইল বাংলাদেশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ এপ্রিল ২০২৫ ০৭:৫৪ অপরাহ্ণ   |   ১৩৯ বার পঠিত
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ফেরত চাইল বাংলাদেশ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

প্রায় দেড় দশক পর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এক গুরুত্বপূর্ণ দাবি জানাল বাংলাদেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তানের কাছে ৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার পাওনা ফেরতের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
 

তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের স্থবিরতা কাটিয়ে উঠতে এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তির পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের ওপরও জোর দেওয়া হয়েছে।
 

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ দুই দিনের সফরে বুধবার ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।
 

বৈঠকে উভয় দেশ সম্মত হয়েছে, অচিরেই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু করা হবে। এছাড়া পারস্পরিক সম্পর্ক উন্নয়নে নতুন গতি সৃষ্টির লক্ষ্যে যৌথ উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেছে দুপক্ষ।
 

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও ফলপ্রসূ করতে আগ্রহ দেখাচ্ছে ইসলামাবাদ। বাংলাদেশও বিভিন্ন ক্ষেত্রে—বিশেষ করে বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতায়—গঠনমূলক সম্পর্ক চায়।
 

উল্লেখ্য, চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নির্ধারিত রয়েছে। সেই সফরের প্রস্তুতির অংশ হিসেবেই এ সফর এবং বৈঠক অনুষ্ঠিত হলো।