স্পোর্টস ডেস্ক,ঢাকা প্রেস:-
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির কারণে খেলা ব্যাহত হয়েছে। মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশ ৬৫ রানে এগিয়ে রয়েছে। মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান যথাক্রমে ৭৭ ও ১২ রানে ব্যাটিং করছেন।
দিনের শুরুতে বাংলাদেশের ইনিংসে দ্রুত উইকেট পতন হয়। তবে মিরাজ ও জাকের আলী অনিকের ১৩৮ রানের জুটি দলকে সংকট থেকে উদ্ধার করে। এই জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ। জাকের ৫৮ রান করে আউট হলেও মিরাজ অপরাজিত রয়েছেন।
প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে গুটিয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে মিরাজ-জাকের জুটির কল্যাণে দল একটি শক্ত অবস্থানে পৌঁছেছে। তবে বৃষ্টির কারণে ম্যাচের ফলাফল অনিশ্চিত হয়ে পড়েছে।