রাকসু নির্বাচনে উৎসবের আমেজ, ভোটারদের দীর্ঘ লাইন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ অক্টোবর ২০২৫ ১২:০০ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
রাকসু নির্বাচনে উৎসবের আমেজ, ভোটারদের দীর্ঘ লাইন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন পড়ে গেছে ভোটারদের।
 

বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ, যা চলছে ১৭টি কেন্দ্রে। সকাল সোয়া ৯টার দিকে ড্রীনস কমপ্লেক্সের মুন্নুজান হল ও ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের সামনে শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়।
 

ভোটাররা জানান, ৩৫ বছর পর রাকসু নির্বাচনে অংশ নিতে পেরে তারা উচ্ছ্বসিত ও আনন্দিত।
 

অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী সজীব পোদ্দার বলেন, ‘এটাই আমার জীবনের প্রথম ভোট। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারছি—অত্যন্ত ভালো লাগছে। ৩৫ বছর পর এমন আয়োজন আমাদের জন্য গর্বের বিষয়।’
 

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের আশা করছি। সবাই প্রথমবার রাকসু ভোট দিচ্ছে, তাই আনন্দও অন্যরকম।’
 

মুন্নুজান হলের বিতর্ক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সানজিদা বলেন, ‘আমি বিতর্কের মানুষ, তাই এই পদেই প্রার্থী হয়েছি। আমার সহপাঠীরা আমার যোগ্যতা বিবেচনা করেই ভোট দেবেন বলে বিশ্বাস করি।’
 

শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজা বলেন, ‘ভোটগ্রহণ উৎসবমুখরভাবে চলছে। তবে অমোচনীয় কালি কিছু ক্ষেত্রে মুছে যাচ্ছে, বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।’
 

রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। কেন্দ্রীয়, হল সংসদ ও সিনেট মিলিয়ে প্রার্থী সংখ্যা ৮৬০। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে দুই হাজার পুলিশ, ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব সদস্য।
 

এবারের নির্বাচনে মোট ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আলোচিত ৮টি প্যানেল হলো—
১️⃣ ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’
২️⃣ ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’
৩️⃣ ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতৃত্বে ‘রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ’
৪️⃣ সাবেক সমন্বয়কদের নেতৃত্বে ‘আধিপত্যবাদ বিরোধী ঐক্য’
৫️⃣ বাম জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’
৬️⃣ ছাত্র ইউনিয়ন (একাংশ) ঘোষিত ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’
৭️⃣ সাবেক নারী সমন্বয়কের নেতৃত্বে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’
৮️⃣ ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’।

 

৩৫ বছর পর রাকসুর এ নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাস এখন উৎসবের রঙে রাঙানো।