ইউপিডিএফ’র গোপন আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ অক্টোবর ২০২৫ ০৫:৩৮ অপরাহ্ণ   |   ৫৬ বার পঠিত
ইউপিডিএফ’র গোপন আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি এলাকায় ইউপিডিএফ’র একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (৬ অক্টোবর) ভোরে পরিচালিত এ অভিযানের বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে।
 

আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৫টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ দল পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে ইউপিডিএফের আস্তানাটি ঘেরাও করে তল্লাশি অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়।
 

পরে আস্তানাটি তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযান চলাকালে সেনাবাহিনীর কার্যক্রম ব্যাহত করতে ইউপিডিএফ সদস্যরা স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীদের সেনাবিরোধী স্লোগান দিতে বাধ্য করে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণে দেখা গেছে, ইউপিডিএফ ও তাদের অঙ্গসংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে স্থানীয় নারী ও স্কুলগামী শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে প্ররোচিত করছে।