কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও ‘হ্যাঁ’ ভোট প্রদান বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এই সভার আয়োজন করা হয়।

গত শনিবার দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের কনফারেন্স হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও হ্যাঁ-না ভোটের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ পালন শেষে সদ্য প্রত্যাবর্তনকারী চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা সংরক্ষণ অধিকার পরিষদের সভাপতি ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী। মতবিনিময়কালে তিনি পবিত্র ওমরা হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা ও তাৎপর্য সংক্ষেপে তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত সাফল্য, সুস্বাস্থ্য ও নিরাপদ কর্মপরিবেশ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাঁর বক্তব্য শেষ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি খায়রুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাবেক সভাপতি সেকান্দর হোসাইন, সাবেক সভাপতি হেদায়েত উল্লাহসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।
বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমের নৈতিক ভূমিকা ও ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরেন তারা।