শরীয়তপুরে কৃষকদল নেতার গাড়িবহরে হামলা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ অক্টোবর ২০২৪ ১২:৩১ অপরাহ্ণ   |   ৪১২ বার পঠিত
শরীয়তপুরে কৃষকদল নেতার গাড়িবহরে হামলা

ঢাকা প্রেস
শরীয়তপুর প্রতিনিধি:-


শরীয়তপুরের নড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সাল এর গাড়িবহরের ওপর গত শনিবার রাতে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই হামলায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।

 

কর্নেল ফয়সাল এবং তার দল পূজামণ্ডপ পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন। হামলাকারীরা মুখোশ পরিহিত অবস্থায় মোটরসাইকেল নিয়ে এসে হঠাৎ করে এই হামলা চালায়। হামলাকারীরা ককটেল বোমা নিক্ষেপ করে এবং গুলি চালায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

 

নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।