নওগাঁয় বজ্রপাতে কিশোরের মৃত্যু:

প্রকাশকালঃ ১২ জুলাই ২০২৪ ১২:৫৬ পূর্বাহ্ণ ৩৪৪ বার পঠিত
নওগাঁয় বজ্রপাতে কিশোরের মৃত্যু:

ঢাকা প্রেস
নওগাঁ প্রতিনিধি:-




নওগাঁ: নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পীরপুর গ্রামে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে বজ্রপাতে মারুফ হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মারুফ হোসেন, হারুন নামে স্থানীয় এক ব্যক্তির ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে মারুফ তার বাবার সাথে মাঠে কাজ করছিল। হঠাৎ বজ্রপাতে সেখানেই মারুফ মারা যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং মারুফকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

চিকিৎসকরা মারুফকে মৃত ঘোষণা করেন।
 

পরিবারের দাবি:

নিহতের পরিবার দাবি করেছে, মারুফের মৃত্যুর জন্য স্থানীয় বিদ্যুৎ বিভাগের দায়িত্ব রয়েছে। তাদের দাবি, এলাকায় বিদ্যুতের লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
 

 

বিষয় টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ আল মাহমুদ

তিনি বলেন, বিষয় টি অবগত আছি,মারুফ বাবার সাথে বিকেলে মাঠে কাজ করতে যায় এরপর হঠাৎ বজ্রপাতে সেখানেই মৃত্যু হয়েছে। লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানা পুলিশ তদন্ত শুরু করেছে।
 

স্থানীয় প্রশাসনের ব্যবস্থা:

এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
 

দুঃখ ও সমবেদনা:

নিহত মারুফের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।