কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের রামকান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ।
গত মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত মাদক কারবারিকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— রামকান্ত এলাকার শ্রী নিরঞ্জন রায় (৩৫)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, “মাদকবিরোধী এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।”