|
প্রিন্টের সময়কালঃ ২৭ অক্টোবর ২০২৫ ০৯:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ অক্টোবর ২০২৫ ০৪:৫১ অপরাহ্ণ

রামচদ্রপুরে ‘সোনা মিয়া মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন


রামচদ্রপুরে ‘সোনা মিয়া মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন


আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:-


 

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচদ্রপুর স্পোর্টস ক্লাব হোম গ্রাউন্ডে গত বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো বহু প্রতীক্ষিত ‘সোনা মিয়া মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে সমাজ থেকে মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিহত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনা মিয়া মোল্লা দারুল উলুম দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী গোলাম মহিউদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন আকাবরেরনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী শাহজাহান এবং রামকান্ত উচ্চ বিদ্যালয়ের সভাপতি মজিবুর রহমান। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রামচদ্রপুর স্পোর্টস ক্লাবের উপদেষ্টা আব্দুছ সাত্তার সরকার বাবু।
 

রামচদ্রপুর স্পোর্টস ক্লাবের সভাপতি মোল্লা সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোল্লা এন.আই. সজলের প্রাণবন্ত সঞ্চালনায় টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধান করেন সহ-সভাপতি তানবীর আহমদ সোহেল, সুজন মিয়া, হাবিবুর রহমান, নূর মাহাম্মদ, সাইমন মোল্লা, সজীব, তামিম, তায়াছিন, সাইফ মোল্লা, বাবু, ইয়াছিন, সিয়াম, নাজিম, রমজান ও কাউছারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় টুর্নামেন্টটি সফলভাবে শুরু হয় এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সঞ্চার করে।
 

অনুষ্ঠানে বক্তারা ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তারা বলেন, “খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজের উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ার।” রামচদ্রপুর স্পোর্টস ক্লাবের মূল লক্ষ্য হলো সমাজ থেকে মাদক ও অসামাজিক কার্যকলাপ দূর করা এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।
 

আয়োজকরা আশা প্রকাশ করেন, টুর্নামেন্টের মাধ্যমে রামচদ্রপুরের যুবকরা সুস্থ বিনোদনের সুযোগ পাবেন এবং একই সঙ্গে সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫