আত্মসমর্পণকারী ৩ ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড

প্রকাশকালঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:২১ অপরাহ্ণ ১৫২ বার পঠিত
আত্মসমর্পণকারী ৩ ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড

মিয়ানমারের সামরিক জান্তা শান রাজ্যের লাওক্কাইতে বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করা তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড দিয়েছে।

 

জান্তার সামরিক আদালতে তাদের বিচার করা হয় এবং ক্ষমা প্রার্থনা করার পরও তাদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়।এই ঘটনাটি মিয়ানমারে জান্তার নির্মমতা ও মানবাধিকার লঙ্ঘনের নতুন অধ্যায় স্থাপন করেছে।

 

কয়েক মাস যুদ্ধের পর জানুয়ারিতে উত্তরাঞ্চলীয় শান রাজ্যের লাউকাইতে শত শত সেনা স্থানীয় থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের কাছে আত্মসমর্পণ করে।আত্মসমর্পণের পর সেনা কর্মকর্তা ও তাদের সৈন্যদের এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।কিন্তু মৃত্যুদণ্ডের রায় কবে দেওয়া হয়েছিল সূত্র দুটি এএফপিকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে গত মাসে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে সামরিক হেফাজতে রাখার কথা নিশ্চিত করেছিলেন একজন সামরিক মুখপাত্র।মিয়ানমারের সামরিক জান্তা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্মম দমন অভিযান চালাচ্ছে।এই অভিযানে হাজার হাজার মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছে।

 

আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমার জান্তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে এবং জেনারেলদের মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবি জানিয়েছে।জাতিসংঘ মিয়ানমারে যুদ্ধাপরাধের তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছে