বৃহস্পতিবার ব্যাংক বন্ধ, তবে কিছু এলাকায় থাকবে খোলা

প্রকাশকালঃ ০৯ অক্টোবর ২০২৪ ০৬:৫০ অপরাহ্ণ ৬৭ বার পঠিত
বৃহস্পতিবার ব্যাংক বন্ধ, তবে কিছু এলাকায় থাকবে খোলা

ঢাকা প্রেস নিউজ

 

দুর্গাপূজা উপলক্ষে সরকার একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। ফলে, আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
 

তবে, এই নিয়মের ব্যতিক্রম হবে স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর এলাকা। এই তিন এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখা বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে। অর্থাৎ, যারা এই এলাকাগুলোতে বসবাস করেন বা কাজ করেন, তারা ব্যাংকিং সেবা নিতে পারবেন।
 

সাধারণত, বন্দর ও বিমানবন্দর এলাকায় ব্যাংকিং সেবা প্রয়োজনীয়তা বেশি থাকে। বিশেষ করে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকিং সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, এই এলাকাগুলোতে ব্যাংক খোলা রাখার মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রাখতে সাহায্য করা হচ্ছে।