বর্জ্য পোড়ানোর ছবি পাঠিয়ে পুরস্কারের সুযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০৪:২৪ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
বর্জ্য পোড়ানোর ছবি পাঠিয়ে পুরস্কারের সুযোগ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জনগণকে আহ্বান জানিয়েছে দেশের বায়ুদূষণ রোধে সহায়তার জন্য বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর। প্রাপ্ত ছবির মধ্যে সেরা ১০টি ছবি প্রতি মাসে পুরস্কৃত করা হবে।
 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যানবাহনের ধোঁয়া, ইটভাটা ও কলকারখানার নির্গমন, এবং যত্রতত্র বর্জ্য পোড়ানোর ফলে দেশের বায়ুর মান দিন দিন হ্রাস পাচ্ছে। এর ফলে শ্বাসতন্ত্রের রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
 

সরকার এই পরিস্থিতি মোকাবিলায় বায়ুদূষণের উৎস চিহ্নিত ও নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

বর্জ্য পোড়ানোর ঘটনা নজরে এলে সংশ্লিষ্ট ছবিসহ তথ্য পাঠানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ছবি পাঠানোর সময় প্রেরকের নাম, মোবাইল নম্বর, ছবির অবস্থান, এলাকার ঠিকানা এবং ঘটনার সময় অবশ্যই উল্লেখ করতে হবে। ছবি পাঠানোর ই-মেইল ঠিকানা: climatechange2@moef.gov.bd
 

প্রতিমাসে প্রাপ্ত ছবি যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচিত ও পুরস্কৃত করা হবে।