স্পোর্টস ডেস্ক:-
সংযুক্ত আরব আমিরাতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে, প্রস্তুতির অংশ হিসেবে সোমবার পাকিস্তান শাহিনস বা পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা।
তবে ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ দল। বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৪০ রান তুলেছে তারা। ক্রিজে রয়েছেন তানজিম সাকিব (২) ও রিশাদ হোসেন (৩)।
ওপেনার তানজিদ তামিম ৬ রান করে বোল্ড হন, আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১২ রান করে ক্যাচ দিয়ে ফিরে যান। সৌম্য সরকার কিছুটা আশার আলো দেখালেও ৩৫ রান করে সাজঘরে ফেরেন।
চারে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজ দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন। তবে সৌম্য ও মিরাজ আউট হওয়ার পর মিডল অর্ডারে মুশফিকুর রহিম (৭) ও জাকের আলী (০) দ্রুত বিদায় নেন, ফলে বিপদ আরও বাড়ে।
পাকিস্তানের হয়ে ওসামা মীর একাই বাংলাদেশের ৭ উইকেট তুলে নিয়ে বোলিংয়ে দাপট দেখান।