রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। সোমবার (০৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, এবারের ভর্তি পরীক্ষায় গ্রুপ-১ এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫ হাজার ৮৫৩ জন শিক্ষার্থী, তার মধ্যে পাস করেছেন ৩০৫৪ জন।
তিনি আরো বলেন, সি ইউনিটের গ্রুপ-২ এ অংশগ্রহণ করেন ১৫ হাজার ৯৭৭ জন, পাস করেছেন ৬১২০ জন শিক্ষার্থী।
গ্রুপ-৩ এ অংশগ্রহণ করা ১৬ হাজার ৩৪ জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ৫২৮৩ জন। গ্রুপ-৪ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬ হাজার ১৫ জন শিক্ষার্থী কিন্তু পাস করেছেন ৩৯৬৬ জন। ২৯ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। চলে ৩১ মে পর্যন্ত।