ঢাকা প্রেস নিউজ
রাজধানী ঢাকা অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’ এর ২০তম আসর। মেলার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এবং বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স। বাংলাদেশ মনিটর কর্তৃক আয়োজিত এ মেলা আগামী ৬ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে শুরু হবে এবং চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে মেলার ভিজিটরদের জন্য নেটওয়ার্কভুক্ত বিভিন্ন গন্তব্যে আকর্ষণীয় প্যাকেজ এবং এয়ার টিকিটে বিশেষ মূল্যছাড় ঘোষণা করা হবে। মেলা উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
প্রেস কনফারেন্সে বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং (ডিজিএম) এ কে এম শহিদুল ইসলাম, ফাস্টট্রিপ-এর চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক এবং মিউসুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি মাত্র ৫০ টাকা, এবং ভিজিটররা টিকেটের মাধ্যমে আয়োজিত র্যাফেল ড্রতে অংশগ্রহণ করে এয়ার টিকিটসহ নানা আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।
এবারের ঢাকা ট্রাভেল মার্টে অংশগ্রহণ করবে ৪৫টিরও বেশি প্রতিষ্ঠান এবং সংস্থা, যার মধ্যে রয়েছে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ভারত এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ পর্যটন খাতের অন্যান্য কোম্পানি।
ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫ মেলা অনুষ্ঠিত হবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।