ঢাকা প্রেস
রাঙ্গামাটি প্রতিনিধি:-
খাগড়াছড়িতে সাম্প্রতিক সংঘর্ষের প্রভাব রাঙ্গামাটিতেও ছড়িয়ে পড়লেও, নিরাপত্তা বাহিনীর দ্রুত ব্যবস্থা গ্রহণের ফলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার সকাল থেকে রাঙ্গামাটি শহরে শান্তি ফিরেছে এবং সেনা, বিজিবি ও পুলিশ সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছেন।
তবে তিন পার্বত্য জেলায় চলমান অবরোধের কারণে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র পণ্যবাহী গাড়ি চলাচল করছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করতে আজ পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা সফরে গেছেন তিন উপদেষ্টা। তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।
এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দপ্তর থেকে এক বিবৃতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।