ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরচিত হামলার প্রতিবাদে চট্টগ্রাম দারুত তানজীম মডেল মাদ্রাসার মানববন্ধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০১:২৬ অপরাহ্ণ   |   ২৭৪ বার পঠিত
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরচিত হামলার প্রতিবাদে চট্টগ্রাম দারুত তানজীম মডেল মাদ্রাসার মানববন্ধন

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-

 

নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলায়  চট্টগ্রাম দারুত তানজীম মডেল মাদসার ছাত্র শিক্ষকের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।


মানববন্ধনে প্রধান অতিথি মাও. জিয়াউল হক নোমানী বক্তব্যে বলেন,ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাখির মতো মানুষ মারছে র্ববর ইসরাইলিরা।গাজা উপত্যকা আজ চরম মানবিক বিপর্যয়ের মূখে।

 

নিরীহ ফিলিস্তিনবাসীর উপর চলমান নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। সারা বিশ্বের মুসলমানদের এক হয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রদক্ষেপ নেওয়ার আহব্বান জানান।আর এই জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার অনুরোধ করেন, তিনি শিক্ষার্থীরা হাতে পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হন।


এতে আরো বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ শাহিনুর ইসলাম, শিক্ষা পরিচালক মাওঃ মোঃ ছাদেক হোসাইন কুতুবী,সিনিয়র শিক্ষক জ সাইফুল ইসলাম সহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় অনুষ্ঠানে তাওহৌদি জনতা উপস্থিত ছিলেন।