মাদারগঞ্জে যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের প্রতিনিধি সভা 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ অক্টোবর ২০২৫ ০৭:০৪ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
মাদারগঞ্জে যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের প্রতিনিধি সভা 

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর প্রতিনিধি:-
 


দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে মাদারগঞ্জে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকাল ৫ টায় বীর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।  

 



প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান,  পৌর শাখার সভাপতি আব্দুল গফুর,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন,  সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান,  পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল।  
 

সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম রুনু।  সঞ্চালনায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হাফিজুর রহমান ও  উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহাদ হোসেন।  
 

এ সময় মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।