কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

প্রকাশকালঃ ০৯ আগu ২০২৪ ০১:১২ অপরাহ্ণ ৫৭০ বার পঠিত
কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

ঢাকা প্রেস

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহিদদের স্মরণে এবং সম্প্রীতির বন্ধনের বার্তা ছড়িয়ে দিতে কুড়িগ্রামে মোমবাতি প্রজ্বলন করেছেন শিক্ষার্থীরা।

 

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে জেলার বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। 

 

শিক্ষার্থীরা শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। পরে সমবেত কণ্ঠে তারা জাতীয় সংগীত গান। এরপর প্রত্যেকেই মোমবাতি প্রজ্বলন করেন। পরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আহত ও নির্যাতিত শিক্ষার্থীরা। 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের প্রধান সমন্বয়ক অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন করেছিলাম তা পরবর্তীতে স্বৈরাচার পতন আন্দোলনে রূপ নেয়। আমরা আজ সমবেতভাবে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতিজ্ঞা নিলাম, আমাদের এই বিজয় উল্লাসের সুযোগ নিয়ে যেন কোনো সম্প্রদায়ের প্রতি আঘাত আনতে না পারে মৌলবাদী গোষ্ঠী। সে বিষয়ে আমরা সজাগ থাকবো।’

 

আন্দোলনের আরেক সমন্বয়ক রেদওয়ান পর্ব বলেন, ‘আমাদের আন্দোলনে যেসব সহযোদ্ধারা নিহত হয়েছেন, আমরা আজ তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। আজ প্রতিজ্ঞা করছি, আমরা সম্প্রীতির বাংলাদেশকে কোনো কুচক্রী মহলের কাছে কলুষিত হতে দেবো না।’

 

মোমবাতি  প্রজ্বলনে অংশ নেওয়া ব্যবসায়ী রফিকুল হক বলেন, ‘ছাত্ররা গত ৫ আগস্ট স্বৈরাচার পতন করে বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা সাধারণ জনতা ছাত্রদের এ আন্দোলনকে শুরু থেকে সমর্থন করেছি। আজ সমবেতভাবে এ কর্মসূচিতে অংশ নিয়েছি।’