ঢাকা প্রেস,সাভার প্রতিনিধি:-
ঢাকার সাভারে অবস্থিত এশিয়ান ওয়েল নামক একটি মবিল কারখানায় রোববার (১০ নভেম্বর) দুপুরে ভয়াবহ আগুন লাগে। সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জয়নাবাড়ি মহল্লায় অবস্থিত এই কারখানায় আগুনের সূত্রপাতের কারণ এখনও অজানা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কারখানার ভেতরে থাকা মেশিন, আসবাবপত্র ও তৈরি মবিল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তেলের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই ঘটনায় কারখানার কতটুকু ক্ষতি হয়েছে, তা এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ শুরু করেন।