ভোট একটি মুল্যবান আমানত, কোন দায়িত্ববান ব্যাক্তি তা নষ্ট করতে পারেনা: আবদুল জব্বার 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ জুলাই ২০২৫ ০১:২২ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
ভোট একটি মুল্যবান আমানত, কোন দায়িত্ববান ব্যাক্তি তা নষ্ট করতে পারেনা: আবদুল জব্বার 

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-

 

নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো: আবদুল জব্বার এর সিদ্ধিরগঞ্জ, সানারপাড়, বটতলা, রহিম মার্কেট, কান্দারপাড় এলাকায় নির্বাচনী  গনসংযোগে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। 
 

২৫ জুলাই বাদ আসর নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ বিকেল থেকে শুরু হলে ব্যাপক মানুষের আগ্রহ সহকারে গন সংযোগে অংশগ্রহণ করতে দেখা যায়।


আবদুল জব্বার বলেন আপনারা আগামী নির্বাচনে দেশের ভাগ্য পরিবর্তনে আপনার মূল্যবান ভোট যথাযথ যায়গায় প্রদান করবেন, ভোট একটি পবিত্র আমানত যা কোন দেশ প্রেমিক, বিবেকবান ও সচেতন ব্যাক্তি নষ্ট করতে পারেনা। এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহাবুব রহমান সহ অর্ধশত জামায়াতের কর্মী।