ইডেন ছাত্রলীগ নেত্রীর মৃত্যু রহস্য: আত্মহত্যা নাকি অন্য কিছু?

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ আগu ২০২৪ ০১:২৭ অপরাহ্ণ   |   ৬৩৯ বার পঠিত
ইডেন ছাত্রলীগ নেত্রীর মৃত্যু রহস্য: আত্মহত্যা নাকি অন্য কিছু?

ঢাকা প্রেস নিউজ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইডেন কলেজের জনপ্রিয় ছাত্রলীগ নেত্রী শায়লা শিকদারের আকস্মিক মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার রাতে তার নিজের বাসায় ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও অস্পষ্ট রয়ে গেছে।

শায়লা ইডেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্রলীগের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কাজেও সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে শোকাহত তার পরিবার ও বন্ধুরা।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে আত্মহত্যার উপর জোর দিলেও, অনেকেই এই ঘটনাকে সন্দেহের চোখে দেখছেন। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শায়লার মৃত্যুতে ইডেন ক্যাম্পাসে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ নেতারা এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।