মহেশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়ন কে শুভেচ্ছা জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ 

প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৫ ০৬:৪৩ অপরাহ্ণ ০ বার পঠিত
মহেশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়ন কে শুভেচ্ছা জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ 

ঢাকা প্রেস নিউজ
 

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোদলা নদীর ৫ কিলোমিটার এরিয়া ভারতের দখল থেকে উদ্ধার করায়  মহেশপুর-৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র ব্যাটালিয়নসহ বাংলাদেশ বিজিবি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। 
 


আজ বুধবার  সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ কে শুভেচ্ছা জানিয়ে বলেন আমাদের বিজিবি সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কোদলা নদী নিজেদের আয়ত্বে আনতে সক্ষম হয়েছে যা অনেক বড় একটি অর্জন আমরা বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিজিবি'র ৫৮ ব্যাটালিয়নের অধিনায়কসহ সকল সদস্যদের অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। 
 

এতদিন কোদলা নদীর বাংলাদেশ সীমান্তের এই ৫ কিলোমিটার ভারতের বিএসএফ দখল করে আধিপত্য বিস্তার করে আসছিলো।  এই এরিয়া ভারতের আধিপত্য থেকে মুক্ত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করায় ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহ মো. আজিজুস সহিদ এর প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং উদ্ধারকৃত এলাকার সুরক্ষায় নিরাপত্তা বৃদ্ধির অনুরোধ করছি।


ভারতীয় সিমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তের শুন্য রেখার অভ্যন্তরে ঢুকে অনেকগুলো জায়গায় দখল করে আছে এবং অনেকগুলো এরিয়ায় আমাদের অভ্যন্তরে ঢুকে কাঁটা তারের বেড়া দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। দখলকৃত এলাক সমূহ চিহ্নিত করতে এবং শুন্য রেখারা অভ্যন্তরে কাঁটা তারের বেড়া দেওয়া বন্ধ করতে ১৯৬১ সালে প্রনীত বাংলাদেশ-ভারত মানচিত্র অনুসরণ করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ১৯৬১ সালের প্রণীত মানচিত্র অনুসারে বাংলাদেশের সম্পূর্ণ জমি (বিজিবি) সুরক্ষা সীমার আয়ত্তে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদাত্ত আহ্বান জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ।