দুবাইয়ের প্রবাসীদের মুক্তির ব্যাপারে পিটিশন করা হবে 

প্রকাশকালঃ ৩১ জুলাই ২০২৪ ০৩:২৮ অপরাহ্ণ ৫০০ বার পঠিত
দুবাইয়ের প্রবাসীদের মুক্তির ব্যাপারে পিটিশন করা হবে 

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিক্ষোভ করার দায়ে যে বাংলাদেশি প্রবাসীদের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের মুক্তির লক্ষ্যে পিটিশন করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতীন।


আজ (বুধবার) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

মানজুর আল মতীন বলেন ,আমি কোনোসময় কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না। আইনের ভাষায় একটা কথা আছে, সেটা হলো বিলো কনটেম্পট। এমন কিছু কথা আছে যেসব কথার প্রতিবাদ মানে হলো সে কথাকে গুরুত্ব দেওয়া। তিনি আরও বলেন, আরেকটি বিষয়ে আমরা পিটিশন করতে চাই। সেটা হলো আমাদের দেশের প্রবাসীরা অনেক কষ্ট করে দুবাই যান। তারা জানতেন যে প্রতিবাদ করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সেটা জেনেও তারা মাঠে নেমেছেন, কারাবরণ করেছেন। তাদের সাহসিকতাকে সম্মান জানাই এবং তাদের বিষয়ে সরকারের যে নীরবতা, সে বিষয়ে নিন্দা জানাই। সরকার তাদের মুক্তির জন্য যেন আশু পদক্ষেপ নেয় সে বিষয়ে আমরা পিটিশন করব।