ময়মনসিংহ ২৫ মার্চ গণহত্যা দিবস  এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ মার্চ ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ   |   ৯০ বার পঠিত
ময়মনসিংহ ২৫ মার্চ গণহত্যা দিবস  এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ ০৫ মার্চ বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ও উক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

 

সভায় উভয় দিবসের উদযাপনের প্রস্তুতি , নিরাপত্তা ও আগাম কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ২৫ মার্চ উপলক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০ মার্চ হতে মুক্তিযোদ্ধা বিষয়ক স্মৃতিচারণ ও আলোচনা সভা হবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলার পরিষদের উদ্যোগে আলোকচিত্র ও প্রামান্য চিত্র প্রদর্শন করা হবে। ২৫ মার্চ শহীদদের জন্য  ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এই দিবস উপলক্ষে ২৫ মার্চ রাত ১০:৩০ থেকে ১০:৩১ পর্যন্ত এক মিনিট ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে। এছাড়া সুবিধাজনক সময়ে এই দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
 

২৬ মার্চ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকার বিধি অনুযায়ী উত্তোলন করতে হবে। সকল সরকারি ,স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা করতে হবে। সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সমবেত ও কুচকায়াজের আয়োজন করা হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। হাসপাতাল, শিশু পরিবার এবং বিভিন্ন বিশেষ প্রতিষ্ঠানে বিশেষ খাবারের আয়োজন করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হল গুলো ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। জাদুঘর ও শিশু পার্ক  শিশুদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত থাকবে। জেলা প্রশাসনের আয়োজনে এই দিবস উপলক্ষ্যে সুবিধাজনক সময়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হবে।
 

এছাড়াও সভায় আমন্ত্রিত উপস্থিতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উভয় দিবস সফলভাবে পালন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও আলোচনা করেন।