টানা দুই হারে বাংলাদেশ বিপর্যস্ত পয়েন্ট টেবিলে

প্রকাশকালঃ ১৪ অক্টোবর ২০২৩ ০১:৩৯ অপরাহ্ণ ২১৪ বার পঠিত
টানা দুই হারে বাংলাদেশ বিপর্যস্ত পয়েন্ট টেবিলে

য় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচেই বিশাল ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল। ইংল্যান্ডের কাছে ১৩৭ রান ও নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচে বড় ব্যবধানে হারে বাংলাদেশ পয়েন্ট টেবিলে বাড়তি দুশ্চিন্তা যোগ করেছে। 

দ্বিতীয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। তাদের নেট রানরেট ২.৩৬০। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রানরেট ১.৯৫৮। বাংলাদেশের সঙ্গে জয়ের পর এই মুহূর্তে শীর্ষে উঠে গিয়েছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। 

অন্যদিকে, তৃতীয় ম্যাচে হারের পরেও পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ স্থানে। তবে কিউইদের বিপক্ষে ৮ উইকেটে হারের পর টাইগারদের নেট রানরেট এখন -০.৬৯৯। এক জয় ও এক পরাজয়ে তাদের থেকে একধাপ ওপরে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। পয়েন্ট সমান হলেও নেট রানরেটের সুবাদে স্বস্তি পাচ্ছে তারা। তাদের নেট রানরেট ০.৫৫৩।